Tense at a glance

Present Tense
1. Present Indefinite Tense: যে verb (ক্রিয়া) দ্বারা বর্তমানের কোন কাজ, অভ্যাস বা প্রকৃতি, নিয়মিত, চিরন্তনসত্য ইত্যাদি বুঝায় তাকে,Present Indefinite Tense বলে। যেমন- I eat rice: আমি ভাত খাই। He goes home: সে বাড়ি যায়।
গঠন: Subject + মূল verb + object. বাংলাতে চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে , , , , য় ইত্যাদি থাকবে।
2. Present Continuous Tense: যে verb (ক্রিয়া) দ্বারা বর্তমানে কোন কাজ চলছে বুঝায়, তাকে Present Continuous Tense বলে। যেমন I am eating rice: আমি ভাত খাইতেছি He is going home: সে বাড়ি যায়তেছে
গঠন: Subject + am/is/are + মূল verb + ing + object. বাংলাতে: বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছ, তেছে, তেছেন ইত্যাদি থাকবে।
3. Present Perfect Tense: কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে, তাকে Present Perfect Tense বলে। যেমন I have eaten rice: আমি ভাত খেয়েছি। He has gone home: সে বাড়ি গিয়াছে।
গঠন: Subject + have/has + verb –এর 3rd form + object. বাংলাতে: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি থাকবে।
4. Present Perfect Continuous Tense: কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বুঝালে verb এর Present Perfect Continuous Tense হয়। যেমন It has been raining since morning. Mithu has been writing a letter for an hour.
গঠন: Subject + have been/has been + মূল verb + ing + object. বাংলাতে চেনার উপায়: সময় ধরে কোন কাছ চলিতেছে বুঝাবে।
Past Tense
1. Past Indefinite Tense: কোন কাজ পূর্বে হয়েছিল এবং তার ফল এখন আর নেই, এরূপ বুঝালে তাকে Past Indefinite Tense বলে। যেমন We ate apples: আমরা আপেল খেয়েছিলাম। They went to school: তারা স্কুলে গিয়েছিল।
গঠন: Subject + verb-এর 2nd form + object. বাংলাতে চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, , লেন ইত্যাদি থাকবে।
2. Past Continuous Tense: কোন কাজ অতীতে চলছিল বা ঘটছিল এরূপ বুঝালে তাকে Past Continuous Tense বলে। যেমন We were eating apples: আমরা আপেল খাইতেছিলাম। They were going to school: তারা স্কুলে যায়তেছিল।
গঠন: Subject + was/were + মূল verb + ing + object. বাংলাতে: বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকবে।
3. Past Perfect Tense: অতীতে সংঘঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে বা আগে সম্পন্ন হয়েছিল তার Tense কে Past Perfect Tenseবলে। যেমন The patient had died before the doctor came. I did the sum after you had come.
গঠন: Subject + had + verb –এর 3rd form + object. বাংলাতে: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলাম, ইয়াছিলেন ইত্যাদি থাকবে।
4. Past Perfect Continuous Tense: অতীত কালে কোন একটি কাজ অন্য একটি কাজের আগে কিছুকাল ধরে চলছিল এরূপ বুঝালে verb-এর Past Perfect Continuous Tense হয়।  যেমন Milu had been reading: মিলু পড়তেছিল। We had been playing. আমরা খেলিতেছিলাম।
গঠন: Subject + had been + মূল verb + ing + object. বাংলাতে চেনার উপায়: সময় ধরে কোন কাছ চলিতেছিল বুঝাবে।
Future Tense
1. Future Indefinite Tense: কোন কাজ ভবিষ্যত কালে সম্পন্ন হবে বুঝালে, তাকে Future Indefinite Tense বলে। যেমন I shall do the sum :  আমি  অংকটি  করব।  You will read a book :  তুমি  একটি  বই  পড়বে।
গঠন: Subject + shall/will + মূল verb + object. বাংলাতে চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে বে, , বা, বেন ইত্যাদি থাকবে।
2. Future Continuous Tense: কোন কাজ ভবিষ্যৎ কালে চলতে থাকবে বুঝালে, তাকে Future Continuous Tense বলে। যেমন– I shall be doing the sum :  আমি  অংকটি  করতে থাকব।  You will be reading a book : তুমি  একটি  বই  পড়তে থাকবে।
গঠন: Sub + shall be/will be +মূল verb + ing + obj. বাংলাতে: ক্রিয়াপদের শেষে তে থাকিবে, তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকবে।
3. Future Perfect Tense: একটি ভবিষ্যৎ কাজ অপর একটি ভবিষ্যৎ কাজের আগে সম্পন্ন হবে বুঝালে, যে কাজটি আগে সম্পন্ন হবে, তার Future Perfect Tense হয়। যেমন We shall reached before he come: সে আসার পূর্বে আমরা পৌছিয়া থাকিব।
গঠন: Sub + shall have/will have + verb.3 + obj. বাংলাতে: ক্রিয়াপদের শেষে ইয়া থাকিবে, ইয়া থাকিব, ইয়া থাকিবা, ইয়া থাকিবেন ইত্যাদি থাকবে।
4. Future Perfect Continuous Tense:  কোন একটি ভবিষ্যৎ কাজ অপর একটি ভবিষ্যৎ কাজ আরম্ভ হওয়ার আগে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে পূর্বের কাজটির Future Perfect Continuous Tense হয়। যেমন He will have been reading for an hour: সে এক ঘন্টা যাবৎ পড়তে থাকবে।
গঠন: Subject + shall have been/will have been + মূল verb + ing + object. বাংলাতে: সময় ধরে কোন কাছ চলতে থাকবে বুঝাবে।
The End

Comments

Archive

Contact Form

Send