All about Preposition
Preposition
Of Time
On
* দিনের নাম বা তারিখের আগে On বসে। বিশেষ দিনের আগে On বসে (তবে ছুটির দিন বুঝালে At বসে)।
* কোন দিনের সকাল, বিকাল, সন্ধা, রাতকে নির্দিষ্ট করতে On বসে। ২৪ ঘন্টা সম্পূর্ণ পরিমাণ সময় বুঝালে)।
* কোন দিনের সকাল, বিকাল, সন্ধা, রাতকে নির্দিষ্ট করতে On বসে। ২৪ ঘন্টা সম্পূর্ণ পরিমাণ সময় বুঝালে)।
1. He
plays on Friday.
2. She comes here on 21/21st February.
3. See you on Sunday morning.
4. I arrange a party on my birthday.
5. We go to village at/on the weekend.
2. She comes here on 21/21st February.
3. See you on Sunday morning.
4. I arrange a party on my birthday.
5. We go to village at/on the weekend.
In
* মাস, ঋতু, বছর, দশক ও শতব্দীর আগে In বসে। Longer parts of the day এর আগে In বসে। অর্থাৎ
* ২৪ ঘন্টার বেশি পরিমাণ সময় বুঝালে In বসে।
* ২৪ ঘন্টার বেশি পরিমাণ সময় বুঝালে In বসে।
1. My
exam will start in December.
2. We feel hot in summer.
3. He was born in 1990s/2000.
4. The palace was built in the 17th century.
5. He walks in the morning/afternoon.
2. We feel hot in summer.
3. He was born in 1990s/2000.
4. The palace was built in the 17th century.
5. He walks in the morning/afternoon.
At
* নির্দিষ্ট কোন সময় (Clock Time) উল্লেখ করতে At বসে। Shorter parts of the day এর আগে At বসে।
* কিন্তু যদি নির্দিষ্ট সময়ের কাছাকাছি কোন সময় বুঝায়, at about অথবা at around বসে।
* বিশেষ দিনটি ছুটির দিন (Public holidays) বুঝালে At বসে। ২৪ ঘন্টার ছোট ছোট সময় বুঝালে At বসে।
* কিন্তু যদি নির্দিষ্ট সময়ের কাছাকাছি কোন সময় বুঝায়, at about অথবা at around বসে।
* বিশেষ দিনটি ছুটির দিন (Public holidays) বুঝালে At বসে। ২৪ ঘন্টার ছোট ছোট সময় বুঝালে At বসে।
1. I will
meet you at 5.
2. He takes rest at midday.
3. You watch TV at night.
4. Our class starts at 10:00 am.
5. She will reach here at around 3 pm.
2. He takes rest at midday.
3. You watch TV at night.
4. Our class starts at 10:00 am.
5. She will reach here at around 3 pm.
No
Preposition: Every, next, this, last, yesterday I tomorrow এর আগে on, in, at বসেনা।
Since
* নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বা ঘটা বুঝাতে Since বসে। অর্থাৎ সময়ের প্রারম্ভ নির্দেশ করতে Since বসে।
1. It has
rained since morning.
2. He has been trying since morning.
3. I have been living here since 2015.
2. He has been trying since morning.
3. I have been living here since 2015.
For
* নির্দিষ্ট সময় (hour, day, month, year
etc.) ধরে কোন ঘটনার ব্যাপ্তি বুঝাতে for বসে।
1. It has
been raining for two hours.
2. They has been digging the pond for six days.
3. She has been going to school for 7 months/years.
2. They has been digging the pond for six days.
3. She has been going to school for 7 months/years.
By
* কোন নির্দিষ্ট সময় বা তারিখের মধ্যে বুঝাতে by বসে। কোন কাজ সমাপ্তির চূড়ান্ত সময় উল্লেখ করতে by বসে।
1. We have
to be there by 9:30 am.
2. It will finish by Sunday. (Point of time)
3. She can complete the syllabus by November.
2. It will finish by Sunday. (Point of time)
3. She can complete the syllabus by November.
Within
* নির্দিষ্ট সময়ে মধ্যে (Period of time/ সময়ের ব্যাপ্তি) বুঝাতে within বসে। (Spoken-এ In ব্যবহৃত হয়)।
1. I will
be back within/in 20 minutes.
2. The project has to be finished within/in a week.
3. They reached there within/in 2 hours.
2. The project has to be finished within/in a week.
3. They reached there within/in 2 hours.
During
* কোন ঘটনা চলাকালীন সময়ের ব্যাপ্তি বুঝাতে during বসে।
1. She
was born during the war.
2. Don’t phoned me during the class.
3. The cuckoos sings during spring.
2. Don’t phoned me during the class.
3. The cuckoos sings during spring.
Ago/Before
* এখন থেকে আগে বুঝাতে ago এবং অতীত থেকে আগে বুঝাতে before বসে। সব কিছুর আগে before বসে।
1. My
watch was on the table 5 minutes ago.
2. I went to London before 2010.
3. I have to go home before 10 pm.
2. I went to London before 2010.
3. I have to go home before 10 pm.
Preposition of Movement
Preposition of Movement
* কোন কিছুর উপর দিয়ে পাড় হওয়ার গতি বোঝাতে “over” ব্যবহৃত হয়।
1. The
cat jumped over the box. 2. The birds flying over the
field.
* কোন কিছু অন্য কোন কিছুর নিচ দিয়ে চলাচলের করার গতি বোঝাতে “under” ব্যবহৃত হয়।
1. The ship is going under the bridge. 2. We came under the flyover.
1. The ship is going under the bridge. 2. We came under the flyover.
* সাধারণত “Over” এর চেয়ে বেশি দূরত্ব বা বেশি উপরে বোঝাতে “above” ব্যবহৃত হয়।
1. The sun is shining above the world. 2. The rocket is flying above the clouds.
1. The sun is shining above the world. 2. The rocket is flying above the clouds.
* কোন কিছুর উপরের দিকে চলার গতি বোঝাতে “up” ব্যবহৃত হয়।
1. The man is climbing up the mountain. 2. Tom chased Jerry up the tree.
1. The man is climbing up the mountain. 2. Tom chased Jerry up the tree.
* কোন কিছুর নিচের দিকে চলার গতি বোঝাতে “down” ব্যবহৃত হয়।
1. She is
walking down the stairs. 2. The ball is rolling down the
hill.
* কোন কিছুর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার গতি বোঝাতে “past” ব্যবহৃত হয়।
1. He is walking past the building. 2. We went past the garden.
1. He is walking past the building. 2. We went past the garden.
* কোন কিছুর On দিয়ে (এপাড় থেকে ওপাড়ে) অতিক্রম করার গতি বোঝাতে “across” ব্যবহৃত হয়।
1. They are walking across the road. 2. You are swimming across the river.
1. They are walking across the road. 2. You are swimming across the river.
* কোন কিছু বরাবর চলার গতি বোঝাতে “along” ব্যবহৃত হয়।
1. The train running along the rail line. 2. She ran along the street.
1. The train running along the rail line. 2. She ran along the street.
* কোন কিছুর দিকে (অনির্দিষ্ট গন্তব্য) চলার গতি বোঝাতে “towards” ব্যবহৃত হয়।
1. The man will go towards the market. 2. He runs towards the house.
1. The man will go towards the market. 2. He runs towards the house.
* কোন কিছুর ভিতর দিয়ে চলার গতি বোঝাতে “through” ব্যবহৃত হয়।
1. The arrow is going through the frame. 2. They walked through the forest.
1. The arrow is going through the frame. 2. They walked through the forest.
* দুটি জিনিসের মাঝ দিয়ে চলার গতি বোঝাতে “between” ব্যবহৃত হয়।
1. They are going between two building. 2. The river runs between two rivers.
1. They are going between two building. 2. The river runs between two rivers.
* কোন স্থান হতে গতি (শুরু) বোঝাতে “from” ব্যবহৃত হয়।
1. The man ran away from the crazy dog. 2. The thief goes away from the farmer.
1. The man ran away from the crazy dog. 2. The thief goes away from the farmer.
* কোন কিছুর চারদিকে ঘোড়ার গতি বা কোন কিছুর পাশ দিয়ে ঘুরে আসার গতি বোঝাতে “round” ব্যবহৃত হয়।
1. The earth moves round the sun. 2. He walks around the world.
1. The earth moves round the sun. 2. He walks around the world.
* কোন কিছুর (বাতাস, স্রোত ইত্যাদির) প্রতিকুল গতি বোঝাতে “against” ব্যবহৃত হয়।
1. They are swimming against the current. 2. He was cycling against the wind.
1. They are swimming against the current. 2. He was cycling against the wind.
* কোন কিছুর পিছনে থেকে তাকে অনুসরণ করে চলার গতি বোঝাতে “behind” ব্যবহৃত হয়।
1. The policeman ran behind the criminal. 2. The man is running behind the thief.
1. The policeman ran behind the criminal. 2. The man is running behind the thief.
* কোন কিছুর (In) এর ভিতরের দিকে গতি বোঝাতে “into” ব্যবহৃত হয়।
1. I am
putting my pen into my pocket. 2. She jumped into the
river.
* কোন কিছুর (In) হতে বাইরের দিকে গতি বোঝাতে “out of” ব্যবহৃত হয়।1.
I am
taking my pen out of my pocket. 2. Water is coming out of tube-well.
* কোন কিছুর (On) এ এসে গতির শেষ বোঝাতে “onto” ব্যবহৃত হয়।
1. The man fell onto the ground/floor. 2. Jerry jumped onto the table.
1. The man fell onto the ground/floor. 2. Jerry jumped onto the table.
* কোন কিছুর (On) থেকে বিচ্ছিন্ন হয়ে গতি বোঝাতে “off” ব্যবহৃত হয়।
1. He
jumped off the bridge. 2. She is getting off the
train.
* কোন কিছুর দিকে (নির্দিষ্ট গন্তব্যে) চলার গতি বোঝাতে “to” ব্যবহৃত হয়।
1. He ran to the door. 2. She is going to school.
1. He ran to the door. 2. She is going to school.
Preposition of Place
Preposition
Of Place
* কোন কিছু অন্য কোন কিছুর উপরে স্পর্শ করে আছে বোঝালে on/upon বসে।
1. Hampty
Dumpty sat on a wall. 2. The lamp on/upon the
table.
* কোন কিছু অন্য কোন কিছুর ভিতরে অবস্থিত বোঝালে in বসে।
1. The bird is in the case. 2. We live in Bangladesh.
1. The bird is in the case. 2. We live in Bangladesh.
* কোন কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে over এবং এর চেয়ে বেশি উপরে দূরত্ব বোঝাতে above বসে।
1. Planes
normally fly above the clouds. 2. There is a helicopter over my
head.
* কোন কিছু অন্য কোন কিছুর নিচে অবস্থিত বোঝালে under/below বসে।
1. How long can you stay under the water? 2. Write your name below the line.
1. How long can you stay under the water? 2. Write your name below the line.
* কোন কিছু অন্য কোন কিছুর পাশে বা খুব কাছে বোঝাতে by, beside/next to বসে।
1. The girl stood beside/next to the boy. 2. The student sat by the window.
1. The girl stood beside/next to the boy. 2. The student sat by the window.
* কোন কিছু অন্য কোন কিছুর নিকটে বা অল্প দূরত্বে বোঝাতে near/close to বসে।
1. The receptionist is near the front door. 2. My house is close to a supermarket.
1. The receptionist is near the front door. 2. My house is close to a supermarket.
* কোন কিছুর মুখোমুখি অবস্থান বা সারিতে একে অন্যের সামনের অবস্থান বোঝাতে in front of/before বসে।
1. There is a garden in front of the house. 2. The boys are before the girls.
1. There is a garden in front of the house. 2. The boys are before the girls.
* কোন কিছু অন্য কোন কিছুর পিছনে অবস্থান বোঝাতে behind বসে।
1. Who is that person behind the mask. 2. The park is behind the girl’s school.
1. Who is that person behind the mask. 2. The park is behind the girl’s school.
* কোন কিছুর অবস্থান দুটি জিনিসের মাঝে হলে between এবং তিন বা ততোধিকের মাঝে হলে among বসে।
1. The rat is between two boxes. 2. The football is among four players.
1. The rat is between two boxes. 2. The football is among four players.
* কোন কিছু অন্য কোন কিছুর বাইরে বোঝাতে out of/outside বসে।
1. He is out of home now. 2. I saw her outside of the Dhaka city.
1. He is out of home now. 2. I saw her outside of the Dhaka city.
* একটির অবস্থান আরেকটির বিপরীত বুঝাতে opposite বসে।
1. The
house is opposite the mosque. 2. The chair is opposite the
table.
* কোন কিছু অন্য কোন কিছুর সাথে হেলান দিয়ে বা সংযুক্ত আছে বোঝাতে against বসে।
1. She leans against the tree. 2. The sparrow lives against the window.
1. She leans against the tree. 2. The sparrow lives against the window.
*********
Comments