Simple, Complex & Compound
A- Simple
Compound
To Simple
v 1. Compound
Sentence এর উভয় অংশের Subject একই হলে তাকে Simple করার সময়–
Ø প্রথম অংশের verb এর সাথে ing যুক্ত হয়;
Ø And,
but ইত্যাদি উঠে গিয়ে তদস্থলে কমা বসে;
Ø প্রথম অংশের Subject –টি বসে এবং বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Compound: I went to market and brought a shirt.
Simple: Going to market, I
brought a shirt.
v 2. Compound
Sentence এর Subject এক হলে এবং এর একটি অংশ কারণ বুঝালে তাকে Simple করার সময়–
Ø কারণ যুক্ত অংশের প্রথমে Because
of বসে;
Ø Subject এর Possessive form বসে; (যেমন he = his, they = them)
Ø Adjective এর Noun form বসে;
Ø and উঠে কমা (,) বসে। তবে Because of মাঝে বসলে কমা বসে না;
Ø অপর অংশ অপরিবর্তিতভাবে বসে। যেমন –
Compound: He is ill and he cannot go to school.
Simple: Because of his illness,
he cannot go to school.
Or, He cannot go to school because of his illness.
v 3. Compound
Sentence এর উভয় অংশের Subject ভিন্ন হলে তাকে Simple করার সময়–
Ø প্রথম অংশের am/is/are/was/were এর পরিবর্তে being বসে এবং have/has/had এর পরিবর্তে having বসে;
Ø ‘and’ উঠে কমা (,) বসে এবং আর কোন পরিবর্তন হয়না। যেমন –
Compound: The sea water was very salty and they
could not drink it.
Simple: They sea water being very
salty, they could not drink it.
Compound: The sun had set and we returned
home.
Simple: The sun having set, we
returned home.
v 4.
Or যুক্ত Compound
Sentence কে Simple করার সময়–
Ø প্রথমে without বসে;
Ø মূল verb এর সাথে ing যুক্ত হয়;
Ø Or এর পরিবর্তে কমা (,) বসে এবং বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Compound: Walk fast or you cannot get the train.
Simple: Without walking fast, you
cannot get the train.
v 5.
But যুক্ত Compound
Sentence কে Simple করার সময়–
Ø যে অংশটি দ্বারা সত্ত্বেও বুঝায় তার
প্রথমে Inspite of বসে;
Ø Subject এর Possessive form বসে;
Ø Adjective এর Noun form বসে;
Ø ‘but’ এর পরিবর্তে কমা (,) বসে। যেমন –
Compound: He is weak but he can walk fast.
Simple: Inspite of his weakness,
he can walk fast.
Compound: He is poor but he is
honest.
Simple: Inspite of his poverty,
he is honest.
Compound Sentence এ ব্যবহৃত Connective Word গুলো সহজে মনে রাখার কৌশল হল FANBOYS.
F = for, A = and, N = nor,
B = but, O = or, Y = yet, S = so
|
Complex to Simple
v 1. Relative Pronoun যুক্ত Complex
Sentence কে Simple করার সময়–
Ø Relative Pronoun উঠে যায়;
Ø Relative Pronoun এর পর সাহায্যকারী verb থাকলে উঠে যায়;
Ø পরবর্তী অংশের মূল verb এর সাথে ing যুক্ত হয়;
Ø বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Complex: The writer lived in a cabin that belonged to the orphanage.
Simple: The writer lived in a cabin belonging to the
orphanage.
Complex: I know what his name is.
Simple: I know his name.
v 2. Since/as যুক্ত Complex
Sentence এর উভয় অংশের Subject এক হলে এবং উভয় অংশে মূল verb থাকলে তাকে Simple করার সময়–
Ø Since/as উঠে যায়;
Ø প্রথম অংশের verb এর সাথে ‘ing’ যোগ করতে হয়;
Ø দ্বিতীয় অংশের Subject এর স্থানে প্রথম অংশের Subject বসে;
Ø বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন–
Complex: Since the old man killed the bird, he was
punished.
Simple: Killing the bird, the old man was punished.
v 3. Since/as যুক্ত Clause এর সাথে শুধুমাত্র be
verb থাকলে তাকে Simple করার সময়–
Ø ‘Because of’ বসে এবং Subject এর Possessive Form বসে;
Ø Am/is/are/was/were এর পরিবর্তে being বসে
অথবা have/has/had এর পরিবর্তে having বসে;
Ø দ্বিতীয় অংশের Subject এর স্থানে প্রথম অংশের Subject বসে;
Ø তারপর বাকী অংশ বসে। যেমন–
Complex: Since he was small, he could not work hard.
Simple: He could not work hard because of his being
small.
v 4. দুটি Clause -এর Subject ভিন্ন হলে এবং প্রথম Clause -এ ‘be verb’ থাকলে তাকে Simple করার সময়–
Ø ‘Since/as/when উঠে যায়;
Ø প্রথম অংশের Subject বসে;
Ø Am/is/are/was/were এর পরিবর্তে ‘bein’g বসে অথবা have/has/had এর পরিবর্তে having বসে এবং বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Complex: Since the water was salty, they could not drink
it.
Simple: The water being salty, they could not drink it.
Complex:As the demand for flowers is increasing day by day, we should
cultivate flowers on commercial basis.
Simple: The demand for flowers being increasing day by
day we should cultivate flowers on commercial basis.
v 5. If দ্বারা গঠিত শর্তমূলক Complex
Sentence কে Simple করার সময়–
Ø Sentence –টি Negative হলে without দ্বারা এবং Affirmative হলে by দ্বারা আরম্ভ হয়;
Ø If থেকে verb এর পূর্ব পর্যন্ত উঠে যায়;
Ø If যুক্ত মূল verb এর সাথে ing যোগ হয়;
Ø Verb এর পরের অংশ বসে;
Ø দ্বিতীয় Clause –টি অপরিবর্তিত থাকে। যেমন–
Complex: If you do not work hard, you will not prosper in
life.
Simple: Without working hard, you will not prosper in
life.
Complex: If you work hard, you can succeed in life.
Simple: By working hard, you can succeed in life.
v 6. ‘So that’ যুক্ত Complex Sentence কে Simple করার সময় So থেকে আরম্ভ করে may/might/can/could পর্যন্ত উঠে যায় এবং এর পরিবর্তে to বসে। যেমন-
Complex: He worked hard so that he could prosper in life. Simple: He
worked hard to prosper in life.
v 7. So ………. that যুক্ত Complex
Sentence কে Simple করার সময়–
Ø So উঠে
যায় এবং এর পরিবর্তে too বসে;
Ø that থেকে not পর্যন্ত উঠে যায়;
Ø to বসে;
Ø not এর
পরবর্তী অংশ বসে। যেমন –
Complex: He is so poor that he cannot buy a
car. Simple: He
is too poor to buy a car.
v 8. Though/Although যুক্ত Complex
Sentence কে Simple করার সময়–
Ø Though/Although এর পরিবর্তে ‘Inspite of’ বসে;
Ø Subject এর Possessive form বসে;
Ø মূল verb থাকলে তার সাথে ‘ing’ যুক্ত হয়। কিন্তু am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে;
Ø দ্বিতীয় অংশ বসে। যেমন –
Complex: Though he tried heart and soul, he could not
succeed.
Simple: Inspite of his trying heart and soul, he could
not succeed.
Complex: Although the man is poor, he is honest.
Simple: Inspite of the man’s being poor, he is honest.
v 9. When যুক্ত সময় নির্দেশক Complex
Sentence –কে Simple করার সময়–
Ø When উঠে যায়
+ When এর পরে যে Subject ও Verb থাকে তা উঠে যায় +
Ø কম সময় থাকলে at/in বসে / ঋতু থাকলে তার পূর্বে in বসে / বয়সের উল্লেখ থকলে তার পূর্বে at the age of বসে। যেমন –
Complex: When it was daylight, I was half awakened by the sound of
chopping.
Simple: At daylight, I was half awakened by the sound of
chopping.
Complex: When it is spring, the cuckoo
sings.
Simple: In springs, the cuckoo sings.
Complex: When he was five, he left his
village.
Simple: At the age of five, he left the village.
R তবে, When দ্বারা কোন সময় না বুঝিয়ে কোন কাজ চলা বুঝালে তখন At the time of + when যুক্ত অংশের ing যুক্ত Verb + বাকি Clause টি বসে। যেমন –
Complex: When it was raining, he woke
up.
Simple: At the time of raining, he woke up.
মনে রাখতে হবে যে, When যুক্ত অংশে কোন Personal Subject এর উল্লেখ থাকলে উক্ত Subject টির Possessive রূপ বসে। যেমন–
Complex: When I was reading, he came .
Simple: At the
time of my reading, he came.
B- Compound
Simple to Compound
v 1. Principal যুক্ত Simple Sentence –কে Compound করার সময়–
Ø দ্বিতীয় অংশের Subject প্রথমে বসে;
Ø দ্বিতীয় অংশের Tense অনুসারে প্রথম অংশের Tense গঠন করতে হয়;
Ø কমা (,) এর পরিবর্তে and বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। যেমন–
Simple: Coming home, he began to work.
Compound: He came home and began to
work.
Simple: Having forgotten him, I went out.
Compound: I had forgotten him and
went out.
v 2. Too + adj + to যুক্ত Simple Sentence –কে Compound করার নিয়মঃ
Ø Too এর পরিবর্তে very বসে এবং to এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে;
Ø to এর পরিবর্তে and বসে ও পুনরায় Subject বসে;
Ø Tense অনুসারে cannot/could
not বসে এবং to এর পরবর্তী অংশ বসে। যেমন–
Simple: He is too poor to buy a
car.
Compound: He is very poor and he
cannot buy a car.
Complex to Compound
v 1. Since/as/when যুক্ত Complex Sentence –কে Compound করার সময় Since/as/when উঠে যায় এবং দুটি Clause এর মাঝে and বসে। বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন–
Complex: Since the old man was weak, he could not go to the
court.
Compound: The old man was weak and he
could not go to the court.
v 2. Though/Although যুক্ত Complex
Sentence –কে Compound করার সময় এগুলো উঠে যায় এবং কমা (,) এর পরিবর্তে but বসে। আর কোন পরিবর্তন হয়না । যেমন-
Complex: Though I was burned with questions, I could not
ask.
Compound: I was burned with questions
but I could not ask.
v 3. Relative Pronoun যুক্ত Complex
Sentence –কে Compound করার সময় Relative pronoun এর পরিবর্তে ‘and’ বসে। Sentence –এর প্রথম অংশের Object –এর Pronoun Form ‘and’এর পর Subject হিসেবে বসে। যেমন–
Complex: The writer took a cabin that was
small. Compound: The writer took a cabin and
it was small.
v 3. If যুক্ত Complex Sentence –কে Compound করার সময়-
Ø If থেকে verb এর পূর্ব পর্যন্ত উঠে যায়;
Ø Sentence –টি Negative হলে কমা (,) এর স্থানে or এবং Affirmative হলে কমা (,) এর স্থানে and বসে;
Ø বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন–
Complex: If you do not move, you will die.
Compound: Move or you will die.
Complex: If you play well, you will win the match.
Compound: Play well and you will win
the match.
Complex Sentence এ ব্যবহৃত কতিপয় Relative Pronoun নিচে দেয়া হলো।
Who, Whom, Whose, Which, Whoever, Whomever, Whichever, That etc.
C- Complex
Simple to
Complex
v 1. Principal যুক্ত Simple Sentence –কে Complex করার সময়–
Ø দ্বিতীয় অংশ অনুযায়ী প্রথম অংশের Tense পরিবর্তন হয়;
Ø প্রথম অংশ দ্বারা কারণ বুঝালে Since/as এবং সময় বুঝালে When বসে। বাকী অংশ অপরিবর্তিত থাকে। যেমন–
Simple: Closing the door, I went back to
work.
Complex: When I closed the door, I went back to home.
Simple: Having forgotten him, I went
out.
Complex: As I had forgotten him, I went out.
v 2. Too + adj + to যুক্ত Simple Sentence –কে Complex করার সময়–
Ø Too এর পরিবর্তে So বসে এবং to এর পূর্ব পর্যন্ত ঠিক থাকে;
Ø to এর পরিবর্তে that বসে ও পুনরায় Subject বসে;
Ø Tense অনুসারে cannot/could
not বসে এবং to এর পরবর্তী অংশ বসে। যেমন–
Simple: He is too weak to
walk.
Complex: He is so weak that he cannot walk.
Simple: They walked too slowly to catch the bus.
Compound: They walked so slowly that
they could not catch the bus.
v 3. উদ্দেশ্যমূলক Simple Sentence –কে Complex করার সময়–
Ø Sentence এর মধ্যস্থিত to এর পরিবর্তে so that বসে এবং to এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে;
Ø So that এর পর পুনরায় Subject এর Pronoun বসে এবং Tense অনুসারে may/can, might/could বসে;
Ø to এর পরবর্তী অংশ বসে। যেমন–
Simple: He works hard to prosper in
life.
Complex: He works hard so that he can prosper in life.
Simple: The authoress wanted quite isolation to do some troublesome
writing.
Complex: The authoress wanted quite isolation
so that she could do some troublesome writing.
v 4. Inspite of, Because of যুক্ত Simple Sentence –কে Complex করার সময়–
Ø Inspite of থাকলে Though/Although এবং Because of থাকলে Since বসে;
Ø Subject বসে verb বসে এবং adjective বসে;
Ø কমা (,) থেকে বাক্যের পরবর্তী অংশ বসে। যেমন–
Simple: Inspite of his having riches, he leads a poor
life.
life.
Complex: Though he has riches, he leads a poor life.
Simple: Because of my illness, I could not attend the school.
Complex: Since I was ill, I could not attend the school.
v 5. Subject + verb + object + Present Participle যুক্ত Simple Sentence –কে Complex করার নিয়মঃ
Ø Inspite of থাকলে Though/Although এবং Because of থাকলে Since বসে;
Ø Subject + verb + objective + Relative pronoun বসে;
Ø Participle যুক্ত
অংশ বসে। যেমন–
Simple: I saw a bird flying.
Complex: I saw a bird that was flying.
R তবে, Pronominal object (me, us, you, him, them, her) থাকলে Subject
+ verb + that/when + object টির Subjective form + Tense অনুযায়ী Present
Participle যুক্ত অংশ বসবে। যেমন–
Simple: I saw him walking.
Complex: I saw that he was walking.
Simple: I saw him reading.
Complex: I saw that he was reading.
Or, I saw him when he was reading.
v 6. Subject + verb + adjective + noun যুক্ত Simple Sentence –কে Complex করার নিয়মঃ
Ø Subject + verb + noun বসে;
Ø Relative pronoun বসে;
Ø Tense ও noun অনুযায়ী be verb +
adjective টি বসে। যেমন–
Simple: I saw a lame man.
Complex: I saw a man who was lame.
R তবে, Adjective টি Subject কে qualify করলে নিচের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়ঃ
Ø It +
tense অনুযায়ী
be verb + Subject + Sub এর Relative pronoun + verb + adjective বসে। যেমন–
be verb + Subject + Sub এর Relative pronoun + verb + adjective বসে। যেমন–
Simple: Work is worship.
Complex: It is work which is worship.
Simple: Health is wealth.
Complex: It is health which is wealth.
Compound to
Complex
v 1. ‘And’ যুক্ত Compound Sentence –কে Complex করার সময়–
Ø প্রথম Clause কারণ বুঝালে প্রথমে Since/as বসে এবং সময় বুঝালে When বসে;
Ø প্রথম Clause বসে;
Ø and এর পরিবর্তে কমা (,) বসে এবং দ্বিতীয় Clause বসে। যেমন–
Compound: I paid the bill and I had
no money in pocket.
Complex: Since I paid the bill, I had no money in pocket.
Compound: The dog lay close to him
and found a comfort there.
Complex: When the dog lay close to him, it found a
comfort here.
R কিন্তু প্রথম Clause শর্ত বুঝালে তাকে Complex করার সময় প্রথমে if বসে। তারপর Subject বসে। ‘and’ এর পরিবর্তে কমা (,) বসে এবং আর কোন পরিবর্তন হয় না। যেমন–
Compound: Work hard and you will shine
in life.
Complex: If you work hard, you will shine in life.
v 2. ‘But’ যুক্ত Compound Sentence –কে Complex করার সময়–
Ø প্রথমে Though/Although বসে;
Ø but এর পরিবর্তে কমা (,) বসে;
Ø Sentence এর আর কোন পরিবর্তন হয় না। যেমন–
Compound: He work hard but could not
succeed in life.
Complex: Though he work hard, he could not succeed in life.
Complex: Though he work hard, he could not succeed in life.
v 3. ‘Or’ যুক্ত Compound Sentence –কে Complex করার
সময়–
সময়–
Ø প্রথমে If
+ Subject বসে;
Ø do not বসে তারপর প্রথম Clause বসে;
Ø or এর পরিবর্তে কমা (,) বসে এবং দ্বিতীয় Clause বসে। যেমন–
Compound: Work hard or you cannot
prosper in life.
Complex: If you do not work hard, you cannot prosper in life.
Complex: If you do not work hard, you cannot prosper in life.
Compound: Move or you will die.
Complex: If you do not move, you will die.
[বিঃদ্রঃ কোন কোন ক্ষেত্রে Transformations প্রদত্ত নিয়মাবলির আওতায় পড়ে না। সেক্ষেত্রে Sense ঠিক রেখে Transformations করতে হয়।]
*********
Comments